Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় জমি ও ঘর পেয়ে আনন্দে আত্মহারা ১৮৬ পরিবার
--প্রেরিত ছবি

কুষ্টিয়ায় জমি ও ঘর পেয়ে আনন্দে আত্মহারা ১৮৬ পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় মুজিববর্ষ উপলক্ষে জমি ও ঘর পেয়ে আনন্দে আত্মহারা ১৮৬ পরিবার। বছরের পর বছর রাস্তা, ফুটপাত ও গাছতলায় বসবাস করতো পরিবারগুলো। এখন তাদের দিন-রাত কাটে–পাকা ঘরে। তবে, ভবিষ্যতে ঘর সংস্কারের দরকার হলে কিভাবে করবে তা জানেনা তারা।এভাবেই অনুভূতি জানান কুষ্টিয়ার মিরপুর উপজেলার কোল সম্প্রদায়ের শান্তিবালা। স্বামী-সন্তান নিয়ে আগে থাকতেন রেলওয়ের পতিত জমিতে ঘর তুলে। সেখান থেকে তুলে দেয়া হলে কখনও রেলষ্টেশন, গাছতলা, কখনও বা অন্যের বাড়ির বারান্দায় থাকতেন। সস্তা ভাড়া বাড়ি ছেড়ে শামীমা খাতুনও মেয়েকে নিয়ে উঠেছেন প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে।স্বপ্নে না ভাবলেও, বাস্তবে ঘর পেয়েছেন। প্রতিবছর এটা সংস্কারের নিশ্চয়তা চান তারা। দেশের ইতিহাসে এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন জেলা প্রশাসক। কুষ্টিয়া সদরসহ তিন উপজেলায় ১৫৭টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।আরো ১৮০টি ঘর নির্মাণের কাজ চলছে।পর্যায়ক্রমে জেলায় চার হাজার ৯৯৫টি ঘর নির্মাণ করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply