Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় নৌকা প্রতিকের বিরুদ্ধে ৯ জন  বিদ্রোহী প্রার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ

কুষ্টিয়ায় নৌকা প্রতিকের বিরুদ্ধে ৯ জন  বিদ্রোহী প্রার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ

কুষ্টিয়া প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১১ জন চেয়ারম্যান প্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্তের বাইরে থেকে ৯ জন বিদ্রোহী প্রার্থী হয়েছে। যার কারনে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৬ ক ও ট ধারা অমান্য করে নির্বাচনে প্রচার প্রচারণা চালানোর কারণে দলীয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় কারনে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার প্রয়োজন উল্লেখ করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জেলা আওয়ামী লীগের কমিটির কাছে বিশেষভাবে সুপারিশ করেছে মিরপুর উপজেলা আওয়ামী লীগ।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার সময়  মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বহিষ্কৃতরা হচ্ছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্যিক সম্পাদক আলমগীর হোসেন, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল,আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন লাল, মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ কবির বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ ইব্রাহিম খলিল।বিশেষ এই বর্ধিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সহ সভাপতি রবিউল হক রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাহার আলী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন  মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন।

About Syed Enamul Huq

Leave a Reply