Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে স্ব-শরীরে
--প্রেরিত ছবি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে স্ব-শরীরে

কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্ব-শরীরে হবে। শিক্ষার্থীদের উপস্থিত থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও গুচ্ছ পদ্ধতি ছাড়া একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি এমন সিদ্ধান্ত গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সালাম। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘সোমবার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত মোতাবেক সশরীরে ও গুচ্ছ পদ্ধতি ছাড়া একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।এদিকে ভর্তি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিষয়টি ভর্তি পরীক্ষায় কেমন সিদ্ধান্ত আসতে পারে তা এখনো বিবেচনায় নেওয়া হয়নি। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.iu.ac.bd)  ওয়েব সাইট থেকে জানা যাবে।

About Syed Enamul Huq

Leave a Reply