Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের চরাঞ্চলের গরু মোটাতাজা করণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

কুড়িগ্রামের চরাঞ্চলের গরু মোটাতাজা করণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চরাঞ্চলে গরু মোটাতাজা করণ কার্যক্রমের আওতায় চুক্তিবদ্ধ ব্যবসায়ীদের পরিচিতি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের টিডিএইচ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণ মোহন হালদার, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, এম ফোর সি-সুইসকন্ট্রাক এ ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার মোঃ আনোয়ারুল ইসলাম, এম ফোর সি প্রকল্পের সি.ও
শ্রীপদ সরকার, ফরহাদ হোসেন, এম ফোর সি-এম জে এস কে এস এর ইন্টারভেনশন স্পেশালিষ্ট রহমত আলী, এ সি আই প্রতিনিধি মোঃ আহসান হাবীব। কর্মশালায় মেকিং মার্র্কেটস ওয়ার্ক ফর দ্যা যমুনা, পদ্মা এন্ড তিস্তা চরস (এম ফোর সি ফেজ-৩ প্রকল্পের) আওতায় গরু মোটাতাজা করণে জেলার উলিপুর, চিলমারী, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার চুক্তিবদ্ধ ২৪জন ব্যবসায়ীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply