Saturday , 27 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় স্থাপনা তৈরিতে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের গাড়ীটানা মাদরাসা সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পশ্চিম পার্শ্বে জনৈক ব্যক্তি ঘেরা-বেড়ায় আবদ্ধ একটি পাহাড় বোলডোজার দ্বারা কেটে তাতে স্থাপনা তৈরি করার গোপন খবরে সেখানে ১৭ অক্টোবর বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা। অভিযানকালে মো.আবদুল রহিম (২৯), পিতা- আবুল কালাম’কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারার অপরাধে ১৫ ধারায় শাস্তি প্রদান হিসেবে এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা জানান, উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটা যাবে না। প্রশাসন এ ব্যাপারে তৎপর রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply