Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খাদ্য উৎপাদনে পরিবেশগত প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

খাদ্য উৎপাদনে পরিবেশগত প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:

আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, সকাল ৯:৩০ ঘটিকায় বহিরাঙ্গন কার্যক্রমের উদ্যোগে খাদ্য উৎপাদনে পরিবেশগত প্রভাব বিষয়ক এক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জনাথন হিলিয়ার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বৈশ্বিক তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় সৃষ্টি হচ্ছে আরও বেশি দাবদাহ, খরা, বন্যা, সাইক্লোন ও দাবানল। এসব পরিস্থিতি কৃষকদের জন্য খাদ্য
উৎপাদন এবং ক্ষুধার্তদের জন্য সেটি পাওয়ার কাজটি আরও কঠিন করে তুলছে। বৈজ্ঞানিক গবেষণা বলছে মনুষ্য-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এসব বৈরী আবহাওয়ার ঘটনাগুলো আরও ঘন ঘন দেখা যেতে পারে বা আরও তীব্র হয়ে উঠতে পারে। জলবায়ু সংকট মূলত বন্যা, ঝড় ও দাবদাহের মত প্রাকৃতিক বিপর্যয়জনিত সংকট। কিন্তু একইসঙ্গে
এটি সরাসরি খাদ্য নিরাপত্তাজনিত সংকটের দিকেও নিয়ে যায়। এটি মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজটি আরও কঠিন করে তোলে। সেমিনারের বিষয়বস্তুু খুবই বাস্তবধর্মী এবং যুগোপযোগী। প্রধান অতিথি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সাথে
শিক্ষা, গবেষণা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।

About Syed Enamul Huq

Leave a Reply