Wednesday , 1 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা
--ফাইল ছবি

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা

অনলাইন ডেস্ক:

ডেঙ্গু আতঙ্কের মধ্যে ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (০৯ জুলাই) সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

নির্দেশনাগুলো হচ্ছে- 

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে;
২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে;
৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে;
৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে;
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শিক্ষকদের ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীকে অবহিত করতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply