Friday , 3 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুরে ১২৫ মদের বোতল সহ গ্রেফতার ৬
--প্রেরিত ছবি

গাজীপুরে ১২৫ মদের বোতল সহ গ্রেফতার ৬

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ১২৫ বোতল বিদেশি মদের বোতল ও মদের বোতল পরিবহনকারী ড্রাম ট্রাক সহ ৬ জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২৮ জানুয়ারী২৪ইং) দুপুরে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,  গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার  সীমান্তবর্তী এলাকা হইতে বালি ভর্তি ড্রাম ট্রাক যোগে বিদেশী মদ বহন করে শ্রীপুর থানাধীন সলিংমোড় পাথারপাড়া সাকিনস্থ মাওনা টু ফুলবাড়ীয়াগামী পাকা রাস্তার দক্ষিনপার্শে এরশাদ মিয়ার ওয়ার্কশপের সামনে বিদেশী মদ ক্রয়-বিক্রয় করবে। গোপন  সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল  যাহার মূল্য আনুমানিক প্রতি বোতল ৬ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা ও এই মদের বোতল পরিবহন করা বালুর একটি ড্রাম ট্রাকসহ ৬ জন মদ ক্রয়-বিক্রেতা কে আটক করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি বলেন, অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মোঃ দেলওয়ার হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাজীপুর এর নেতৃত্বে এসআই/মোঃ রাকিবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান, এএসআই (নিঃ)/মোঃ মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। আটককৃত আসামীরা হলেনঃ   ১। সাইফ শাহরিয়ার অভি খান (২৮), পিতা-ইকবাল হোসেন, গ্রাম-কেওয়া পশ্চিম খন্ড (আবদার মোড়), থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর ২। মোঃ রেজাউল করিম (২৬), পিতা-মোঃ ফজলুল হক, গ্রাম-নারায়ন ডহর (পশ্চিমপাড়া), থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোনা বর্তমান সে কড়ইতলা নতুন বাজার (আবুল মোড়লের বাড়ীর ভাড়াটিয়া) থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর ৩। শহিদ মিয়া ② শহিদুল (২৫), পিতা- মোঃ আবুল কাশেম, গ্রাম-বারমারি লক্ষ্মীপুর, থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা ৪। আসাদুল ইসলাম রনি (২৬) পিতা- নজরুল ইসলাম, গ্রাম-বারতোপা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর ৫। মোঃ আশরাফুল (২৩), পিতা-মোঃ নয়ন, গ্রাম-কেওয়া পশ্চিম খন্ড (চেয়ারম্যান বাড়ীর মোড়), সর্ব থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ৬। লিমন মিয়া (২৩) (ড্রাইভার), পিতা-মোস্তাফা হেমন্তু, গ্রাম-চরকালিবাড়ী (ওয়ার্ড নং-৩২, মিলগেইট বাজার), থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ।  আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

About Syed Enamul Huq

Leave a Reply