Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হলেন জায়েদা খাতুন
--সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হলেন জায়েদা খাতুন

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে সবচেয়ে বড় আয়তনের সিটি করপোরেশন গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে প্রথম নারী মেয়র ও বাংলাদেশে দ্বিতীয় নারী মেয়র হলেন জায়েদা খাতুন। তিনি সদ্য সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে জয়ী হন জায়েদা খাতুন।

গাজীপুর বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে বিজয়ী ঘোষণা করেন।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় গাসিক নির্বাচনের ফলাফল ঘোষণা করতে শুরু করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলে। পরে সন্ধ্যায় গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা শুরু করেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটারসংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন।

এ নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষে ভোটগ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply