Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন: পররাষ্ট্রমন্ত্রী
--সংগৃহীত ছবি

গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ নয়, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান আমাদের কাছে গুমের তালিকা দিয়েছিল। তবে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো কোনো বায়াসড প্রতিষ্ঠান থেকে তথ্য নেই। গুমের তালিকার অনেকেই ভূমধ্যসাগরে মারা গেছেন।

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ ‘ শীর্ষক এক সম্মেলনে তিনি অংশ নেন। তিনি বলেন, আমরা চাই না কেউ গুম খুন হন। তবে আমাদের এখানে গুমের ঘটনা খুবই কম।

ড. মোমেন বলেন, আমরা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছি। তাই অনেক দেশ মানবাধিকারের কথা বলে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায়।

বাংলাদেশ চীনের প্রতি বেশি ঝুঁকে পড়েছে এমন বিষয় সামনে আসলে মোমেন বলেন, ‘বলা হয়, বাংলাদেশ চীনের লেজুড় হয়ে যাচ্ছে। এটা ডাহা মিথ্যা কথা। চীনের লোন ট্র্যাপের কথা বলা হয়, লোন ট্র্যাপে পড়তে হলে অন্তত ৪০ ভাগ লোন থাকতে হয়। সাকুল্য আমাদের লোন আছে ১৫ ভাগ। সবচেয়ে বেশি লোন আমরা নিয়েছি বিশ্ব ব্যাংক, এডিবি এবং আইএমএফের কাছ থেকে। দেশ হিসেবে সবচেয়ে বেশি লোন জাপানের কাছ থেকে নেওয়া। এখানে লোন ট্র্যাপের কোনো সুযোগ নেই। ’

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply