Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চকরিয়া পৌরসভায় ১১ লক্ষ টাকা ব্যয়ে আল- ইয়ামীন মডেল মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেয়র আলমগীর
--প্রেরিত ছবি

চকরিয়া পৌরসভায় ১১ লক্ষ টাকা ব্যয়ে আল- ইয়ামীন মডেল মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেয়র আলমগীর

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার অর্থায়নে ১১ লক্ষ ৮ শত ৯৯ টাকা ব্যয়ে চকরিয়া আল-
ইয়ামীন মডেল মাদ্রাসা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। চকরিয়া আল-ইয়ামীন মডেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আখতার আহমদ বিএ(অনার্স) এমএ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, চুনতি আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবু নয়ম আজাদ, অধ্যাপক বশির আহমদ, অধ্যাপক রুহুল আমিন, মো: আরিফুল কবির, চিরিংগা বাসষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন এমএ, জিএম রোকন উদ্দিন, পালাকাটা দাখিল মাদরাসার সুপার আলহাজ মাওলানা নুরুল হোছাইন, মাওলানা জসিম উদ্দিন হেলালী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীনসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া আল-ইয়ামীন মডেল মাদ্রাসা একটি আদর্শ,উন্নত ও যোগ্যতা সম্পন্ন মাদ্রাসা। প্রতিযোগিতা মূলক শিক্ষায় এ মাদ্রাসাটি অনেক এগিয়ে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের উন্নত ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাচ্ছে।
সরকারি বেসরকারী অধিকবৃত্তি লাভসহ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে, যা
ইতিমধ্যে চকরিয়াসহ পুরো জেলাজুড়ে প্রশংসিত হয়েছে। তাই ইসলামী ও আধুনিক
শিক্ষাকে আরো এগিয়ে নিতে এবং যোগ্য নাগরিক তৈরীর প্রত্যয়ে পৌরসভার পক্ষ থেকে
এডিপি ফান্ড থেকে ১১ লক্ষ ৮ শত ৯৯ টাকা বরাদ্দ দিয়ে একাডেমিক ভবন নির্মাণ করে
দেয়া হচ্ছে। ভবিষ্যতেও পৌরসভার সহায়তা অব্যাহত রেখে পাশে থাকার প্রতিশ্রুতি দেন মেয়র।
বক্তব্যের এক পর্যায়ে তিনি পৌরসভার চলমান কয়েকশত কোটি টাকার উন্নয়নের বর্ণনা
তুলে ধরেন।

About Syed Enamul Huq

Leave a Reply