Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চালের দাম কেজিতে ৫-৬ টাকা কমেছে, আরো কমবে : খাদ্যমন্ত্রী
--সংগৃহীত ছবি

চালের দাম কেজিতে ৫-৬ টাকা কমেছে, আরো কমবে : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণের ফলে সারা দেশে প্রতি কেজিতে চালের দর ৫ থেকে ৬ টাকা করে কমে গেছে। কয়েক দিনের মধ্যে চালের মূল্য আরো কমবে। মূলত ওএমএস কর্মসূচি চালু করায় চালের দর সহনশীল পর্যায়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএস বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠুভাবে ওএমএস চাল-ডাল বিতরণ হচ্ছে। এসব কর্মসূচিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র-নিম্নআয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিতরণ কার্যক্রমে এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিলারদের প্রতি খাদ্যমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, চলতি রোপা আমন মৌসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পায় সেদিকে লক্ষ রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply