Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ছুটি বৃদ্ধি ও বেতন বোনাসের দাবি নিয়ে রাস্তায় পোশাক শ্রমিকরা
--সংগৃহীত ছবি

ছুটি বৃদ্ধি ও বেতন বোনাসের দাবি নিয়ে রাস্তায় পোশাক শ্রমিকরা

অনলাইন ডেস্ক:

ঈদের আগে বেতন-বোনাস, ঈদের ছুটি এক সপ্তাহ আর বাড়ি যাওয়ার জন্য গণপরিবহন চালুর দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

আজ শনিবার (৮ মে) সকাল থেকে মিরপুর ১৪ নম্বর ও ১০ নম্বর সেকশনের বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা।

জানা গেছে, মিরপুরের প্রায় ৩০টি পোশাক কারখানার  শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছেন। দাবি আদায় হওয়া না পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ঈদের আর মাত্র ৫ দিন বাকি থাকলেও এখন পর্যন্ত তাঁদের বেতন-বোনাস দেওয়া হয়নি। বন্ধের এক বা দুই দিন দিন আগে বেতন-বোনাস দিলে ঈদের কেনাকাটা করা সম্ভব হবে না।

শ্রমিকরা আরো জানান, ঈদের ছুটি তিন দিন করা হয়েছে। এই সময়ের মধ্যে পরিবার-পরিজনের কাছে যাওয়া সম্ভব না। এ কারণে ঈদের ছুটির তিন দিনের বদলে সাত দিন করতে হবে। কেননা, তাঁরা ছুটিতে বাড়ি যেতে চান। বাড়ি যাওয়ার জন্য গণপরিবহন চালু রাখার দাবিও জানান শ্রমিকরা। 

About Syed Enamul Huq

Leave a Reply