Sunday , 5 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত করেছেন: প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত করেছেন: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা স্বাধীনতার পর আমাদের একটি সংবিধান দিয়েছেন। সে সংবিধানে দেশের নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দিয়ে গেছেন। এই সংবিধানের ২৮ অনুচ্ছেদের ১, ২, ৩ ও ৪ ধারায় নারীদের অধিকার তিনি নিশ্চিত করে গেছেন।’

আজ শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলনে।

শেখ হাসিনা বলেন, ‘নির্যাতিত নারীদের স্বাধীনতার পর উদ্ধার করা হয়।

এক সাথে অনেকের বিয়ের ব্যবস্থা করে দেন। তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেন। যারা বিয়ে করেন তাদের চাকরির ব্যবস্থা করে দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই নির্যাতিতা নারীদের বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মাননা দিয়েছেন। আমরা তাদের মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়েছি, তাদের অবদান ভোলার নয়।’ 

About Syed Enamul Huq

Leave a Reply