Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাবি’র ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্রশিক্ষণ শুরু
--প্রেরিত ছবি

জাবি’র ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্রশিক্ষণ শুরু

গাজীপুর প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে পেশাগত দক্ষতা বাড়াতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। আগামী এক সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ চলবে।

আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে এই ওরিয়েন্টেশন কার্যক্রম শুরু হয়।

আবদুস সালাম হাওলাদার বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের দপ্তর থেকে প্রথমবারের মতো এই প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে সমন্বিত প্রশিক্ষণ হয়েছে।

ওরিয়েন্টেশনে কর্মসম্পাদন চুক্তি পরিকল্পনা, শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার এবং ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য প্রদান করেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য।

About Syed Enamul Huq

Leave a Reply