Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহের কালিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা
--প্রেরিত ছবি

ঝিনাইদহের কালিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা

ঝিনাইদহ প্রতিনিধি:

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারী) ঝিনাইদহের কালীগঞ্জের চাপরাইল বাজার ও কালীগঞ্জ কাঁচা বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা শাখার বাজার তদারকি মূলক কর্মকাণ্ডের  অংশ হিসেবে এক অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিমূলক অভিযান পরিচালনাকালে বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারী, ফার্মেসি, ডিপার্টমেন্টাল স্টোর এবং খাদ্যপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব মোছা: শাহানাজ আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর, কালীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply