Tuesday , 14 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা জয়গুন নেসার শেষ ইচ্ছা শেখ হাসিনার সাথে দেখা করা
--প্রেরিত ছবি

ঝিনাইদহের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা জয়গুন নেসার শেষ ইচ্ছা শেখ হাসিনার সাথে দেখা করা

ঝিনাইদহ  প্রতিনিধি:

আত্মপরিচয় টুকু দেবার সুযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বিচক্ষণ ও যোগ্য নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে। দোয়া করি তিনি যেন আরো অনেক বছর বেঁচে থাকেন, সুস্থ থাকেন এবং এই বাংলার মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকেন । বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা জয়গুন নেছা আরো বলেন- আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মুক্তিযোদ্ধা হিসেবে জানতে চাই দুস্থ মুক্তিযোদ্ধাদের আবাসস্থল বীর নিবাস প্রকল্পের আওতায় আমার নামটিও এনে আমাকে একটি বাড়ি করে দিলে আমি যে কয়দিন বাচি একটু ভালোভাবে থাকতে পারতাম। নিঃস্বার্থ চেতনা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তার এক কথায় ঝাঁপিয়ে পড়েছিলাম জীবন যৌবন বিপন্ন করে লড়াই করেছিলাম। কি পাবো আর কি পাবোনা এটা ভেবে নয়, শুধু মনে ছিল এ দেশকে স্বাধীন করতে হবে। অবশেষে সকল অমানিশা কাটিয়ে আমরা স্বাধীন সূর্যোদয় দেখতে পেরেছি। স্বার্থক আমাদের লড়াই এবং ঝরে যাওয়া রক্ত এবং অসংখ্য জীবন যৌবনের বলিদান।

আমার চাওয়া পাওয়ার তেমন কিছু নেই শুধু আমার জীবনের শেষ ইচ্ছা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরেছিলাম। আজ আমার চাওয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার ঘরে আমার হাতে রান্না করে একবেলা খাওয়ানোর। আমার আর কিছু চাওয়ার নেই আর কিছু বলার নেই একথা বলতে বলতেই অতিরিক্ত আবেগে তার কান্না বিজড়িত কন্ঠ ক্যামেরার সামনে থমকে যায়।  এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বার্তা পৌঁছে দিতে চাই সত্যিই এমন হৃদয় মন প্রাণ উজাড় করে ভালোবেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিঃস্বার্থভাবে পাক- হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিল যারা তাদেরকে আমরা স্যালুট জানাই । যদি তাদেরকে মূল্যায়ন করতে পারি তাহলেই আমরা স্বার্থক। মুক্তিযোদ্ধার সন্তান আমাদের রক্তের হৃদয়ের দায়বদ্ধতা থেকেই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিয়ে আজীবন উচ্চ আসনে রাখবো এটাই আমাদের প্রত্যয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বড়ই মর্মান্তিক, বড়ই ভয়ানক একটি দুঃস্বপ্নের ঘটনা। মহান স্রষ্টা আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া আমরা সেই ভয়ানক সময়টা পার করে আজ স্বাধীন সোনার বাংলায় বসবাস করছি। আমরা তাই সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের উচ্চ আসনে রেখে দিতে চাই মূল্যায়ন করতে চাই শ্রদ্ধাভরে।

About Syed Enamul Huq

Leave a Reply