Friday , 3 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহের রাবেয়া ক্লিনিকে র‍্যাবের অভিযানে এক লাখ টাকা জরিমানা
--প্রেরিত ছবি

ঝিনাইদহের রাবেয়া ক্লিনিকে র‍্যাবের অভিযানে এক লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের আরাপপুর রাবেয়া ক্লিনিকে অভিযান চালিয়েছে র‌্যাব। শনিবার বিকাল ৩টার দিকে একজন নির্বাহী  ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে র‌্যাব এই অভিযান পরিচালনা করে । অভিযানের সময় রাবেয়া ক্লিনিকের মালিক মেহেদী হাসানকে এক লাখ টাকা জরিমানা করে । র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসাইন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী মাজিষ্ট্রেট এস এম নুরুন্নবী উপস্থিত ছিলেন। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধীর্ঘদিন ধরে রাবেয়া ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। তারা মেয়াদউত্তীর্ণ রক্ত, গজ, ব্যান্ডেজ এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার ও বিক্রয় করতো। ফলে জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। র‌্যাব গোপন সুত্রে খবর পেয়ে শনিবার এই অভিযান পরিচালনা করে। এর আগে রাবেয়া হাসপাতালের এক চিকিৎসক মৃত ব্যক্তির ডাক্তারী সনদ ব্যবহার করে  দীর্ঘদিন রোগী দেখে আসছিলো। খবর পেয়ে ২০২২ সালের ২০ আগষ্ট  র‌্যাব ও সিভিল সার্জন যৌথ অভিযান চালালে ওই ভুয়া ডাক্তার পালিয়ে যায়। স্বাস্থ্যই সকল সুখের মূল, সেই স্বাস্থ্য সেবা যদি হয় অপরিষ্কার  অপরিচ্ছন্ন তাহলে জনগণ  সেবা নিতে কোথায় যাবে। তাই সকলের দাবি ঝিনাইদহে প্রতিটি ক্লিন এবং ডায়াগনস্টিক সেন্টার যেন পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত এবং ভেজাল মেয়াদ উত্তীর্ণ এরকম কোন অপ্রীতিকর ঘটনা যাতে পুণরায়  কেউ করতে না পারে। মানুষ সর্বশেষ ডাক্তার এবং ক্লিনিকে সেবা নিতে আসে। সেই সেবার মান হতে হবে জনগণ ও ভালোবাসার সেবা যাতে কোন মানুষ হয়রানি ও ভোগান্তির এবং দালালের খপ্পরের শিকার  না হতে হয়। সেজন্য সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply