Sunday , 5 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহে স্থানীয় সরকার দিবস পালন করলেন জেলা প্রশাসক
--প্রেরিত ছবি

ঝিনাইদহে স্থানীয় সরকার দিবস পালন করলেন জেলা প্রশাসক

ঝিনাইদহ প্রতিনিধি:

জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব এস এম রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইয়ারুল ইসলাম উপ-পরিচালক স্থানীয় সরকার, ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। আজকের আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল “সেবা ও উন্নতি দক্ষ  রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার”। এই স্লোগানকে সামনে রেখে আগামীর উন্নত বিশ্বের ডিজিটাল বাংলাদেশ। এর  ধারাবাহিকতায় ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে সুদুর প্রসারী বিস্তার লাভ করতে সক্ষম হচ্ছে দিনে দিনে। এপ্রিল, মে এবং জুন মাসের অনলাইন জন্ম মৃত্যু কর্মকাণ্ডের ফলশ্রুতিতে ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়ন একটি মাইল ফলক দৃষ্টান্ত  স্থাপন করেছে যা অতীতে কখনোই পারেনি। জন্ম মৃত্যুতে এবার তৃতীয় স্থান অধিকার লাভ করেছে। এজন্যই বর্তমান প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া ও দক্ষ  এবং বিচক্ষণ সচিব মোঃ ছবদার আলীর  দৃঢ়  নেতৃত্ব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাদিয়া জেরিন এর  সার্বিক দিক নির্দেশনায় হরিশংকরপুর ইউনিয়ন একটি ডিজিটাল আধুনিক ইউনিয়ন হিসাবে জেলায় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া’র সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন, আমি আমার জায়গা থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সর্বোচ্চ শ্রম ভালোবাসা দিয়ে এ ইউনিয়নের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মান্যবর জেলা প্রশাসক যে সম্মাননা স্মারক প্রদান করেছেন আমি তো আমার ইউনিয়নের সকল জনগণের ভালোবাসার মাধ্যমে তা পেয়েছি। সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামী দিনেও হরিশংকরপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল  ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

About Syed Enamul Huq

Leave a Reply