Saturday , 27 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহে ২৫’শ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ
--প্রেরিত ছবি

ঝিনাইদহে ২৫’শ কৃষকের মাঝে পাট বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ঝিনাইদহে ২৫’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা । অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২ হাজার ৫’শত কৃষকদের মাঝে বিনামূল্যে বিজে আর আই তোষা পাট-৮/রবি-১ উন্নত জাতের ১ কেজি করে মোট ২ হাজার ৫’শ কেজি পাট বীজ বিতরণ করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply