Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ট্রাম্পের অভিশংসন নিয়ে রিপাবলিকান সিনেটরের হুমকি
--সংগৃহীত ছবি

ট্রাম্পের অভিশংসন নিয়ে রিপাবলিকান সিনেটরের হুমকি

অনলাইন ডেস্ক:

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের পর বিচারের ব্যাপারে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন রিপাবলিকান একজন সিনেটর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই সিনেটর বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি অভিশংসিত করে বিচার করা হয়, তাহলে সেটা নজির সৃষ্টি করবে। আর এতে করে ডেমোক্র্যাট প্রেসিডেন্টদেরও বিচার করা যাবে বলে মনে করেন তিনি।

প্রসংগত, গত ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা মার্কিন ক্যাপিটলে তাণ্ডব চালায়। ওই ঘটনার জেরে ট্রাম্পকে অভিশংসিত করা হয়। সামনের মাসে এ ব্যাপারে তার বিচারের শুনানি শুরু হবে।

রিপাবলিকান সিনেটর জন করনিন বলেছেন, সাবেক প্রেসিডেন্টদের যদি অভিশংসন ও বিচারের চেষ্টা করা ভালো ধারণা হয়; তাহলে ২০২২ সালে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টদের কী হবে?

এই হুমকি দেওয়ার পর তিনি আরো বলেন, এ ব্যাপারে চিন্তা করুন এবং দেশের জন্য মঙ্গলজনক কিছু করুন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি দুইবার অভিশংসিত হয়েছেন এবং মেয়াদ শেষের পরেও বিচারের মুখোমুখি হচ্ছেন।

সূত্র : আল-জাজিরা।

About Syed Enamul Huq

Leave a Reply