Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁওয়ে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঠাকুরগাঁওয়ে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রায় দেড়কোটি টাকা মূল্যের অবৈধ স্থাপনা ও দোকাট ঘর উচ্ছেদ করেছে প্রশাসন।  
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভূল্লী বাজারের অবৈধ স্থাপনা ও দোকান ঘর উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে এ আলম সিদ্দিকী মুক্তি,  সদর থানার এসআই জাহাঙ্গীর, ভূমি অফিস সহকারী চন্দন, আউলিয়াপুর ভূমি অফিস কর্মকর্তা মশিউর রহমান প্রমূখ।
এ সময় একটি এক্সাভেটর দিয়ে  শতাধিক সেমিপাকা, কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ জানান, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশে ভূল্লী বাজারের প্রায় ৬০ শতক সরকারি খাঁশ জমির উপরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ স্থাপনা ও দোকান ঘর থাকায় এগুলো উচ্ছেদ করা হয়। সেখান থেকে সরকার কোন রাজস্ব না পাওয়ার কারনে এ অভিযান পরিচালনা করা হয়। আমরা অতিদ্রুত পেরিফেরিভুক্ত হাটের বিধিমোতাবেক প্রকৃত ব্যবসায়ীদের দোকান ঘর বরাদ্দ দিব।

About Syed Enamul Huq

Leave a Reply