Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডিবি ও পুলিশের যৌথ অভিযানে মণিরামপুরে ১১৬৬ গ্রাম চোরাই গলিত সোনার ১০টি বার আটক আটক
--প্রেরিত ছবি

ডিবি ও পুলিশের যৌথ অভিযানে মণিরামপুরে ১১৬৬ গ্রাম চোরাই গলিত সোনার ১০টি বার আটক আটক

মণিরামপুর উপজেলা প্রতিনিধি:
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মণিরামপুর উপজেলার পৌর এলাকা বাঁধা-ঘাটা শশ্বানের পাশে মেইন রোডে তল্লাশী চালায় যশোর জেলা ডিবি সহ মণিরামপুর থানা পুলিশের  টিম। একপর্যায়ে তল্লাশী করে জাহিদুর রহমান,পিতা: নুরুল ইসলাম, গ্রাম- চারিগ্রাম,থানা সিংড়া, মানিকগঞ্জ কে আটক করা হয়। চোরাই গলিত সোনার বার বহনকারী জাহিদুর রহমান সাংবাদিকদের তথ্য দেয়, ঢাকা  থেকে কেশবপুর যাচ্ছিলেন সোনা নিয়ে।
জনসম্মুখে  যশোর ডিবি ও পুলিশ তল্লাশী করে তার জিন্সের প্যান্টের কোমরের বকরমের ভেতর থেকে হলুদ টেপে মোড়ানো অবস্থায় দুই পাশ থেকে ৫টি করে মোট ১০টি বার উদ্ধার করে এবং পরে  তাকে আটক করে মনিরামপুর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মণিরামপুর থানা অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান জানায়, যশোর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে,মণিরামপুর থানা পুলিশসহ ১ কেজি ১ শত ৬৬ গ্রাম সোনা আটক করা হয়।
যশোর জেলা ডিবি ইনচার্জ রুপম কুমার সরকার জানান আটককৃত সোনার বারের ওজন ১১৬৬ গ্রাম ও মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

About Syed Enamul Huq

Leave a Reply