Saturday , 27 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডোপ টেস্টে চাকরি হারালেন সার্জেন্ট আতাউর

ডোপ টেস্টে চাকরি হারালেন সার্জেন্ট আতাউর

জানুয়ারি ৭, ২০২১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মরত সার্জেন্ট আতাউর রহমানকে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি সার্জেন্ট আতাউর রহমানের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) তাকে চাকরিচ্যুত করা হয়েছে।  

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ মাদক সেবন করছেন কিনা তা জানার জন্য আমরা নিয়মিত ডোপ টেস্ট করে থাকি। নওগাঁয় এ পর্যন্ত ডোপ টেস্টে একজনের পজিটিভ এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।  

সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখন ডোপ (মাদকদ্রব্য) টেস্টও শুরু হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।  

About Syed Enamul Huq

Leave a Reply