Sunday , 5 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নওগাঁয় মুজিব বর্ষ সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় মুজিব বর্ষ সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে মহাদেবপুরে “মুজিববর্ষ সেরা কন্ঠ” নওগাঁ-২০২০ এর উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড প্রদান করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে ১৪ ও ১৫ নভেম্বর দুু’দিন ব্যাপী শিল্পীদের এই বাছাই প্রতিযোগিতা (অডিশন রাউন্ড) অনুষ্ঠিত হয়। 
বাছাই পর্বে প্রথম স্থান অর্জন করেন ফারিয়া খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন ঐশ্বর্য মজুমদার স্বর্ণ ও তৃতীয় স্থান অর্জন করেন চন্দন কুমার বর্মন। বিজয়ীরা জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।
এ বাছাই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সৃষ্টি একাডেমিক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ইসফাত জেরীন মিনা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী কানিজ নওশাদ তিতাস ও রাজশাহী জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।    
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়। 
এছাড়াও থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক আশিক আলী, সংগীত প্রশিক্ষক নিবাস চন্দ্র বর্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিল্পকলা একাডেমীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নওগাঁ জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করেন। পর্যায়ক্রমে নওগাঁ জেলার ১১টি উপজেলায় শিল্পী বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

About Syed Enamul Huq

Leave a Reply