Sunday , 16 June 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নওগাঁয় অবসর প্রাপ্ত সেনা সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন ব্রিঃজেঃরাশিদুল আলম
--প্রেরিত ছবি

নওগাঁয় অবসর প্রাপ্ত সেনা সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন ব্রিঃজেঃরাশিদুল আলম

নওগাঁ  প্রতিনিধিঃ
নওগাঁ জেলা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে ২১/৫/২৪ রোজ মঙ্গলবার সকাল ১০ টা হতে দূপুর ১.১০ মিনিট পর্যন্ত নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মেজর সাবিনা ইয়াসমিন সচিব জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রাজশাহী,প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃরাসিদুল আলম,বি জি এম এস,পি বি জি এম এস।সার্বিক সহযোগিতায় ছিলেন সিঃওয়াঃ অফিসার মোঃ সহিদুল ইসলাম নওগাঁ জেলা অফিস ইনচার্জ।এ সময় নওগাঁ জেলার অবসরপ্রাপ্ত, সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল পদবীর সৈনিকগণ  উপস্থিত থেকে,ব্রিঃ জেনারেল মোঃরাশিদুল আলম সাহেবের কথা  মনোযোগ দিয়ে শোনেন এবং সৈনিকদের পারিবারিক, পেনশন, রেশন, চিকিৎসা, সহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আলোচনা করেন।  আলোচনায় অংশগ্রহণ করে সকল অবসরপ্রাপ্ত সৈনিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন  সিনিয়র ওয়াঃঅফিঃআঃকাদের, সার্জেন্ট  সাইদুল ইসলাম হেলাল,সার্জেন্ট হুমায়ুন কবীর, সার্জেন্ট এ,কে,আজাদ,সার্জেন্ট আশরাফুল ইসলাম, কর্পোঃসাছুর রহমান  ল্যান্স কর্পোঃ মোঃ খোরশেদ আলম প্রমূখ।সকল সৈনিকদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে বি এস বির পরিচালক জেনারেল রশিদুল আলম মনোযোগ সহকারে শোনেন এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার বর্তমান ৩৬ বৎসর চাকুরী চলছে, আপনারা অনেকে আছেন আমার চেয়ে অনেক বয়সে বড়,এবং অনেক দুর থেকে কষ্ট করে এসেছেন,আমি সব সময় আমার মন থেকে আপনাদের সমস্যা গুলো অনুভব করি এবং চেষ্টা করি সারা বাংলাদেশের সৈনিক ও সৈনিক পরিবারের সমস্যা গুলো কি ভাবে সমাধান করা যায় তারই ধারাবাহিকতায় আজ আপনাদের নওগাঁতে। তিনি বলেন, আমাদের অর্থের অনেক ঘাটতি আছে তার পরও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বর্তমান সরকার আপনাদের সার্বিক সহযোগিতার জন্যে আপ্রাণ চেষ্টা করছেন। একসময় অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ যা সুবিধা পেয়েছে, তার চেয়ে এখন অনেক গুন সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আগামী জুলাই থেকে রেশনের বৃদ্ধি করা টাকা আপনারা পাবেন। আমি আপনাদের ও আপনাদের পরিবারের জন্য সার্বিক সহযোগিতায় কাজ করতেছি এবং  করে যাব। তিনি বলেন অতীতে এমন মত বিনিময় সভা কখনো   হয় নাই, আগামীতে প্রতি তিন মাস পরপর আপনাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আমি যদি না আসতে পারি তাহলে রাজশাহী সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর সাবিনা ইয়াসমিন এসে আপনাদের সাথে প্রতিটি উপজেলায় মতবিনিময় সভা করবেন। সর্বশেষে সকল সৈনিক ও পরিবারের জন্য মঙ্গল কামনা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply