Friday , 3 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাইক্ষ্যংছড়িতেজনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা’র পুলিশ মাস্ক  বিতরণ

নাইক্ষ্যংছড়িতেজনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা’র পুলিশ মাস্ক বিতরণ

আবদুর রশিদ  নাইক্ষ্যংছড়ি: মাস্ক পরার অভ্যেস করোনা মুত্ত বাংলাদেশ’এই স্লোগানকে সামনে রেখে মহামারি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে   জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। (রবিবার ২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি সদরের ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন   ধরনের যানবাহনের চালক হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে  এ মাস্ক বিতরণ করা হয়।
ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, কভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ দেশের মানুষের নিরাপদ সহ স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সবসময় আন্তরিক ভাবে কাজ করবে, তিনি সকলকে মাস্ক ব্যবহার ও সচেতনা সহ গণ জমায়েত থেকে নিরাপদ থাকার আহ্বান জানান।, ২১ মার্চ থেকে ‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করবে পুলিশতিনি আরও  জানায়, আইজিপির নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে দেশ ব্যাপী পুলিশ বিনামূল্যে মাস্ক বিতরণ শুরু করেছে। তবে, রোববার থেকে থানার  সব এলাকায়  থাকবে নজরদারি। এলাকাভিত্তিক পুলিশ সদস্যরা জনসাধারণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করবেন। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানা’র চৌকস অফিসার ইনচার্জ (ওসি)  মুহাম্মদ আলমগীর হোসেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সত্তার, থানার সেকেন্ড অফিসার মো: নুরুল ইসলাম, এসআই মুফিজুর রহমান,সহ পুলিশ কর্মকরা। এদিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এনামুল হক ভূইয়ার নেতৃত্বে বাইশারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করা হয়েছে। 

About Syed Enamul Huq

Leave a Reply