Friday , 17 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপিদের প্রশিক্ষণ শুরু
--সংগৃহীত ছবি

নির্বাচনকে সামনে রেখে ডিসি-এসপিদের প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩ জেলার ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম ধাপের এই প্রশিক্ষণে জেলার ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি ও নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের ১১৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

শনিবার ও রবিবার এই দুই দিনব্যাপী ৩৩টি জেলার ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তবে আজ এই পাঁচ বিভাগের পুলিশ কমিশনার ও ডিআইজিদের একদিনের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে ধারণা দেওয়া হবে।

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply