Wednesday , 1 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ৪১ রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামের ট্রলার ডুবি

জেলা প্রতিনিধি নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ৪১ রোহিঙ্গা নিয়ে চট্টগ্রামে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ট্রলারটি কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মোহনায় প্রবল স্রোতে উল্টে যায়।

ভাসানচর ক্যাম্পের সূত্র জানায়, ৪১ যাত্রী নিয়ে পালিয়ে যাবার সময় ১৫ কিলোমিটার দূরে ট্রলারটি প্রবল স্রোতে উল্টে যায়। এতে রোহিঙ্গা যাত্রীরা নিখোঁজ হয়েছে। ভোররাতের দিকে পার্শ্ববর্তী মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ১৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছেন ২৭ জন। উদ্ধারের পর ১৪ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠিয়েছেন স্থানীয় জেলেরা।

এদিকে নিখোঁজ বাকিদের এখনো খোঁজ পাওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। এ বিষয়ে জানতে চাইলে ভাসানচর ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ ঘটনার সতত্যা স্বীকার করে জানান, ১৪ রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করে ভাসানচরে আনা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply