Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নোয়াখালী সেনবাগে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা
--প্রেরিত ছবি

নোয়াখালী সেনবাগে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা

নোয়াখালী প্রতিনিধিঃ

শান্তিপূর্ণ, সন্ত্রাস, চাঁদাবাজি,মাদক মুক্ত ও উন্নয়ন সমৃদ্ধ সেনবাগ পেতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম।

গতকাল বুধবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহার উল্যা বাহারের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় উক্ত জনসভায় বক্তব্য রাখেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি,বেঙ্গল কমার্সিয়াল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন, বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবলীগ নেতা সম্রাট নাছের খালেক, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি হাসান মঞ্জুর, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন,সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, আওয়ামীলীগ নেতা সামছুদ্দিন রিয়াদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট জাকির হোসেন জুয়েল, সেনবাগ পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, মহিলা আওয়ামীলীগ নেত্রী রেজিয়া বেগম বকুল, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোরশেদ আলম বিগত ১০ বছরে সেনবাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। এছাড়া তিনি বলেন আমি এখানে নিতে আসিনি,দিতে এসেছি তার প্রমাণ আপনারা বিগত সময়ে পেয়েছেন, তাই শান্তি,উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুণরায় নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের সহধর্মিণী বিলকিস নাহার, ছেলে সাইফুল আলম দীপু, আওয়ামী লীগ নেতা ভিপি মমিন উল্যা মানিক, আবু আব্বাস চৌধুরী, লায়ন সাহাব উদ্দিন, জিএস আবদুল গণি, নাজমুল হুদা মাসুদ, খালেদ মোশাররফ জুয়েল, কামাল উদ্দিন চৌধুরী, শাহজাহান পাটোয়ারী, সোহরাব হোসেন সুমন, বেলাল ভূঁইয়া,আলমগীর হোসেন,বাকের আহমেদ, অহিদুর রহমান, গিয়াস উদ্দিন টিটু, সাইফুল ইসলাম টিটু,গিয়াস উদ্দিন পাটোয়ারী, আমিরুল ইসলাম ভিপি মোহন, সাইফুল ইসলাম সোহাগ,নুরুল হুদা,আবদুল হক,মাঈন উদ্দিন মনা কোম্পানি,এয়াকুব মামুন, মামুন ভূঁইয়া, নজরুল ইসলাম সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

নির্বাচন পূর্ব শেষ এ নির্বাচনী সভায় জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় যা নৌকার সমর্থকদের উজ্জীবিত করে।

About Syed Enamul Huq

Leave a Reply