Friday , 3 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পলাতক দল আবার অসহযোগ আন্দোলন করছে : কাদের
--সংগৃহীত ছবি

পলাতক দল আবার অসহযোগ আন্দোলন করছে : কাদের

অনলাইন ডেস্কঃ

জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘মাঝেমধ্যে যারা আন্দোলন করে পালিয়ে যাচ্ছে তারা উঁচু গলায় বলত আওয়ামী লীগ পালানোর জন্য অলিগলি খুঁজে পাবে না। ২৮ তারিখ দেখা গেছে, বিএনপির সেই নেতারা দৌড়িয়েছে।

জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বিএনপিকে মানুষ অসহযোগ করবে।’কাদের বলেন, ‘গতকালের সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এই জনসমুদ্র প্রমাণ করে, ৭ জানুয়ারি জনতার বিজয় হবে। উৎসবমুখর পরিবেশ বজায় আছে। বড় কোনো সমস্যা কোথাও হচ্ছে না। বিএনপি একটা ডামি দল। বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি। জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী, নির্বাচনবিরোধী দল।

কাদের আরো বলেন, ‘গুপ্ত হামলা বন্ধ না করলে জনগণ ধরে ধরে তাদের প্রতিহত করে গণশাস্তি দেবে। জনগণ নির্বাচন চায়। নির্বাচন পণ্ড করতে দেওয়া হবে না।’

বিএনপির শীর্ষ নেতাদের জেলে রাখার কারণ সম্পর্কে কাদের বলেন, ‘তাদের জেলে রাখা হয়েছে ২৮ তারিখে হত্যাকাণ্ড ঘটানোর কারণে। শীর্ষ নেতাদের উপস্থিতিতে হামলার দায় এড়াতে পারে না তারা (বিএনপি)। সরকার তাদের জেলে রাখেনি। ফৌজদারি অপরাধের দায়ে তারা জেলে। চিরদিন তারা কারাগারে থাকবে না।’

নির্বাচন নিয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগের কোনো লুকোচুরি নেই। যারা স্বতন্ত্র নির্বাচন করবে তাদের বাধা দেওয়া হবে না। জোর করে বাধা দিলে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হবে। নির্বাচনে আচরণবিধি মেনে চলায় প্রধানমন্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ যাত্রীর মতো বিমানের টিকিট কেটে গেছেন। সার্কিট হাউসের ভাড়া দিয়েছেন। জাতীয় পতাকা ব্যবহার করেননি।’

এ সময় ট্যাক্স, বিল যাদের বাকি, ঋণ নিয়ে যারা পালিয়েছে তাদের তালিকা করে আদায় করা হবে বলে জানান কাদের। কর্তৃপক্ষের কাছে সব বকেয়া আদায় করতে আহ্বান জানান তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply