Tuesday , 14 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পানি সংকটে ভুগছে কুষ্টিয়ার পৌর বাসিন্দারা
--প্রেরিত ছবি

পানি সংকটে ভুগছে কুষ্টিয়ার পৌর বাসিন্দারা

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়া পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় পানি না পেয়ে চরম ভোগান্তিতে রয়েছেন। তাদের অভিযোগ, পৌরসভা কর্তৃপক্ষের গড়িমসিতে তারা ঠিক মতো পানি পাচ্ছেন না।শহরের ১৯ নং ওয়ার্ডের কাস্টমস মোড় সড়কের বাসিন্দা বাবুল জানান, তাদের এলাকায় ফাল্গুনের শুরু থেকেই পানি সরবরাহ প্রায় বন্ধ। মাঝে মাঝে পানি আসে তবে পানির চাপ এত কম যে দুই লিটার হতে কষ্ট হয়ে যায়। পানির জন্য তারা চরম বিপদে আছেন।রাজিব নামে আরেক জন জানান, পৌরসভার পানি আসার কথা সকাল ৭-৯ টা , দুপুরে ১২- থেকে ২ টা এবং বিকেল ৪-৫ টা পর্যন্ত। কিন্তু বাস্তবে তিন বেলায় আধা ঘণ্টা করে পানি আসে কিনা সন্দেহ। মাঝে মাঝে পানির বদলে শুধু হাওয়া আসে। আবার আয়রনযুক্ত ঘোলা ও ময়লা পানিও পান নিয়মিত। বর্তমানে এক বেলাও পানি পাচ্ছিনা। পানির কষ্টে চরম ভোগান্তিতে রয়েছেন বলেও জানান তিনি।শহরের হাউজিং এলাকার সেতু বলেন, ‘আমাদের তিন বেলা পানি আসলেও সেই পানির চাপ নেই। পানি পরিস্কার না। পানি পান করা তো দূরের কথা গোসলসহ সাধারণ কাজও সম্পন্ন করা যায় না।’পৌরসভা সূত্র জানায়, কাস্টমস মোড় এলাকায় ডাক্তার হাশেম সাহেবের গলিসহ শহরের বিভিন্ন এলাকায় পৌরসভার ভূগর্ভস্থ পানির পাইপের সঙ্গে অবৈধভাবে পাম্পের সংযোগ দিয়ে পানি টেনে নেওয়ায় ও পানির পাইপের শেষে আটকানো মুখ খুলেও পানি নিচ্ছেন অনেকে। এতে পানির সমস্যা হচ্ছে। পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) আবুল কাশেম বলেন, ‘এ সকল সমস্যা আমার জানা নাই। অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেব। কাস্টমস মোড় এলাকায় কাল সকালে (আজ) আমি পানির মিস্ত্রি পাঠিয়ে সমস্যা সমাধান করবো।’

About Syed Enamul Huq

Leave a Reply