Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পুলিশের গাড়ীতে তুলে নেয়া মেয়রপ্রার্থী ১৪ঘন্টা পর বাড়ি ফিরছেন।। দু-পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

পুলিশের গাড়ীতে তুলে নেয়া মেয়রপ্রার্থী ১৪ঘন্টা পর বাড়ি ফিরছেন।। দু-পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে নির্বাচনী প্রচারণার সময় পুলিশের গাড়িতে তুলে নেওয়ার ১৪ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। রবিবার ভোর ৪টার দিকে তিনি কালকিনির নিজ বাড়িতে ফিরেছেন বলে জানিয়েছেন তার পরিবার। তবে সবুজ নিখোজ হওয়ার ঘটনায় শনিবার সন্ধ্যায় থানা ঘেরাওসহ নৌকার প্রার্থীও সমর্থনদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছে।

মেয়র প্রার্থীর স্বজন ও সমর্থকরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল দেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। তাৎক্ষণিক সেখানে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন গাড়ি নিয়ে হাজির হন। পরে সেখান থেকে সবুজকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে বিক্ষোভ করে কালকিনি থানা ঘেরাও করেন সবুজের সমর্থকরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালান নৌকার সমর্থকরা। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন অন্তত অর্ধশত মানুষ। ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নৌকার প্রার্থী এস এম হানিফ ফোনে জানান, শুধু শুধু আমার নেতা কর্মী ও সমর্থকদের উপর হামলা করেছে। আমার অনেক লোককে মেরে কুপিয়ে রক্তাক্ত করেছে আনেকের অবস্থা আসংকা জনক।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ নিজ বাড়িতে আছেন। তার কোনো ক্ষতি হয়নি। তবে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এ বিষয়টি অস্বীকার করেন তিনি। সট- মসিউর রহমান সবুজ , স্বতন্ত্র মেয়র প্রার্থী, কালকিনি পৌরসভার

About Syed Enamul Huq

Leave a Reply