Sunday , 28 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পূর্ব শত্রুতার জেরে নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে বিগত দিনের বিরোধের জেরে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো সহ ৫ জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার কালিকাপুরের চেয়ারম্যান বাজার সংলগ্ন সালামের আকনের বাড়িতে এ হামলাটি চালানো হয়, হামলার ঘটনায় সেলিম আকনের ছেলে হাফিজুর আকন (২০), সালাম আকনের স্ত্রী হাসি বেগম (৫২),  খালেকআকনের ছেলে নাজমুল আকন (২৪), সালাম আকনের ছেলে কামরুল আকন (২১), সালাম আকনের মেয়ে সাথী আক্তার (২৫) যখম হয়। এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা জানায় কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজুর রহমান আকনের ভাইপো হাফিজুর আকন তার অসুস্থ কাকা সালাম আকনকে দেখতে আসলে, পূর্ব শত্রু সাহেব আলী মাদবরের ছেলে নান্নু মাতুব্বর , রানা মাতুব্বর , চুন্নু মাতুব্বরের ছেলে আরমান মাতুব্বর, খবির মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বরসহ দশ থেকে বারো জনের একটি দল এসে, হাফিজুর আকনকে দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, বাঁশ দিয়ে এলোপাতাড়ি কোপাতে ও পিটাতে থাকে। হাফিজুর আকনের আত্মচিৎকারে তাকে বাঁচাতে হাসি বেগম, সাথী আক্তার, নাজমুল আকন, কামরুল আকন এগিয়ে আসলে তাদের ও কুপিয়ে আর পিটিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করে।আহত হাফিজুর আকনের মা আফিয়া বেগমবলেন সবকিছু ঠান্ডা হয়ে গেছিলো, আমার পোলাপাইন কারো সাথে ঝামেলায় ও যায় না, আইজ ওর অসুস্থ কাকারে দেখতে যাইয়া যারা যারা অর এর অবস্থা করছে আমি পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার বিচার চাই।কালিকাপুরের চেয়ারম্যান এজাজুর রহমান আকন বলেন বিগত দিনেও খবির মাদবর ও তার অনুসারীরা  আমার অনেক ক্ষতি করেছে, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এখন সব ভুলে তাদের ক্ষমা করে দিয়েছি, তারপরেও তারা আমার ভাইপো সহ আমার পরিবারের নারীদের উপর এভাবে হামলা চালালো এটা আসলেই মানতে পারছি না।মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞাঁ বলেন আমরা ঘটনা পরিদর্শন করেছি, ঘটনাস্থলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে, পরিস্থিতি অনূকূলে রয়েছে, ভুক্তভোগীরা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply