Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রীতির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা
--সংগৃহীত ছবি

প্রীতির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

অনলাইন ডেস্কঃ

রাজধানীর মোহাম্মদপুরে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের আটতলা ভবন থেকে পড়ে কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাং নিহত হয়। এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ডেইলি স্টার পত্রিকার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের নেতা আবেদ হোসেন নিশাত বলেন, প্রীতি ওরাং-এর হত্যাকারীদের ফাঁসি কার্যকর যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলনে রাজপথে থাকব।

আমরা বিভিন্ন সূত্রে জেনেছি প্রীতি ওরাং-এর হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমকে প্রভাবিত করার চেষ্টা চলছে। এ কারণে বাধ্য হয়ে আমরা ডেইলি স্টার পত্রিকা অফিসের সামনে মানববন্ধনের আয়োজন করেছি।

তাছাড়া প্রীতির হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। হত্যা মামলার আসামি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, এটি যেন আসলে আই ওয়াশ না হয় বলেও উল্লেখ করেন বক্তারা।

About Syed Enamul Huq

Leave a Reply