Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘প্রীতি উড়াং-কে হত্যার দায় কেউ এড়াতে পারে না’
--সংগৃহীত ছবি

‘প্রীতি উড়াং-কে হত্যার দায় কেউ এড়াতে পারে না’

অনলাইন ডেস্কঃ

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে কিশোরী গৃহকর্মী প্রীতি উড়াং হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রীতি উড়াংকে হত্যার দায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এড়াতে পারে না। কারণ হত্যাকারী আশফাকুল ইসলাম এ হত্যার দায় এড়াতে প্রভাব খাটিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রীতি উড়াং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা গ্রামের লোকেশ উড়াং এবং নমিতা উড়াংয়ের মেয়ে।

বক্তারা আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে গৃহকর্মে নিযুক্ত শ্রমিকের ওপর নির্যাতন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো প্রভৃতি ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। ২০১১-২০২২ সালে হতাহত হয়েছে ৬৬২ জন গৃহশ্রমিক। আমরা আশা করি, সরকার দেশের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করবে। পাশাপাশি সরকারের অনুমোদিত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫’ বাস্তবায়ন করার ব্যবস্থা গ্রহণ করবে।

About Syed Enamul Huq

Leave a Reply