Saturday , 27 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধুর ছয়দফাই ছিলো স্বাধীনতার বীজ- হানিফ

বঙ্গবন্ধুর ছয়দফাই ছিলো স্বাধীনতার বীজ- হানিফ

মোঃ বশির আহমেদ, কুমিল্লা: 
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেছেন, জাতির জনক কিংবা বঙ্গবন্ধু হওয়ার পথটা মসৃণ ছিলো না। ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। ছয়দফাই ছিলো স্বাধীনতার বীজ। বঙ্গবন্ধু সেই ছয়দফা বাস্তবায়নের শুরুতেই উজ্জীবিত হয়ে উঠে গোটা জাতি। এ কারণে কারাবরণ করতে হলো বঙ্গবন্ধুকে। ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে এক মহাকাব্য সৃষ্টি করেছেন। বঙ্গবন্ধু বাঙালির মনে আগুন ধরিয়ে দিয়েছিলেন। সেই আগুনে পালাতে হলো পাকিস্থানীদের। সেই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।
তিনি আরও বলেন, মির্জা ফখরুলরা আজ ৭ মার্চ পালন করবে। এটা তাদের রাজনৈতিক কূটকৌশল। কারণ তারা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর সমকক্ষ করা চেষ্টা করছে। অথচ জিয়াউর রহমান পাকিস্থানের এজেন্ট হিসেবে স্বাধীনতা যুদ্ধে অংশ করেছে। কুমিল্লার মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী বর্নাঢ্য আয়োজনের আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি।   বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত করা হয়। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জমকালো আয়োজনে প্রায় পাঁচ হাজার দর্শকের উপস্থিত ভিন্ন ধরনের উদযাপন করেন নগরবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানের শুরু পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। তারপরেই সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় প্রধান অতিথিসহ অন্যনরা মঞ্চে উঠেন। এতিম শিশুদের নিয়ে ১০১ পাউন্ডের কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় অতিথিরা বেলুন উড়িয়ে দেন। হাজার হাজার লাল নীল হলুদ বেলুনে বর্ণিল হয়ে উঠে পুরো স্টেডিয়াম। পরে শিল্পকলা একাডেমীর শিল্পীরা করেন থিম সং পরিবেশন স্থানীয় ও জাতীয় শিল্পীরা।

About Syed Enamul Huq

Leave a Reply