Tuesday , 7 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে- একদিনে ভর্তি ৫৯ জন

বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে- একদিনে ভর্তি ৫৯ জন



বরগুনা প্রতিনিধি:
বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে। বরগুনা জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড রোগী পরিপূর্ণ হয়ে মূল ফটকের মেঝেতে ও সিঁড়ির নীচে এবং জেনারেটরের কক্ষের কাছে ফ্লোরে জুটেছে রোগীদের সিট। একদিনেই ভর্তি হয়েছে ডায়রিয়ায়
আক্রান্ত ৫৯ রোগী। গতকাল রোববার (১৪-মার্চ) সকালে শহরের একশ শয্যা বিশিষ্টি
জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে পা রাখার মত জায়গা
নেই। জরুরী বিভাগ ও টিকিট কাউন্টারে রোগীদের উপচে পড়া ভীড়।
হাসপাতাল সুত্রে জানা গেছে, এরই মধ্যে হাসপাতালে ১মার্চ থেকে
এ পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে । এর মধ্যে (১৪-
মার্চ) ভর্তি হয়েছে ৫৯ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী।
জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্তাবধায়ক ডা.মো.কামরুল আজাদ
বলেন, আগের চেয়ে ডায়রিয়ার প্রকোপ একটু বেশি , এ রোগে আক্রান্ত
বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। দেরি করে আসায় এ হাসপাতালের দু’ একজন
ডায়রিয়ার রোগী ঝুঁকিতে রয়েছেন। তিনি আরও বলেন, এভাবে চলতে
থাকলে স্যালাইন সহ ঔষধপত্রের সংকট দেখা দিতে পারে। তবে আমরা উর্ধতন
কর্তৃপক্ষকে বিষয়টি আগাম জানিয়ে রেখেছি ।
বরগুনা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান প্রতিবেদককে মুঠোফোনে
জানান, আমি শুনেছি বরগুনায় ডায়রিয়ার রোগীর চাপ বেড়েছে। তবে জেলা সদর
হাসপাতাল আমার তত্তাবধানে নয়, ওটা দেখেন হাসপাতাল সুপার। তিনি
আরও জানান,আমার তত্তাবধানে থাকা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তেমন ডায়রিয়ার রোগীর চাপ নেই।

About Syed Enamul Huq

Leave a Reply