Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-ভারত একে অপরকে সহযোগিতা করছে: প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত একে অপরকে সহযোগিতা করছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার পর মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ও অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যখনই ভারতে আসি এটা আমাদের জন্য আনন্দের কারণ আমরা সবসময় মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার কথা স্মরণ করি। ’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। বাংলাদেশ ও ভারত একে অপরকে সহযোগিতা করে চলছে।

শেখ হাসিনা আজ আরো কিছু সময় পর ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন। নয়া দিল্লির হায়দারাবাদ হাউসে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা বলেন, আমি আশা করি এই বৈঠক অন্তত ফলপ্রসু হবে।

তিনি আরো বলেন, ‘অর্থনৈতিকভাবে উন্নতি করা এবং জনগণের চাহিদা পূরণ করাই আমাদের লক্ষ্য। অর্থনীতি ও দারিদ্র্য বিমোচনে আমাদের দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে আমি বিশ্বাস করি। এতে শুধু আমাদের দুই দেশ নয়, পুরো অঞ্চল উপকৃত হবে। ’

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply