Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাণিজ্য মেলা বন্ধ, বইমেলা পেছানোর সুপারিশ
--সংগৃহীত ছবি

বাণিজ্য মেলা বন্ধ, বইমেলা পেছানোর সুপারিশ

অনলাইন ডেস্ক:

দেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাণিজ্য মেলা বন্ধের সুপারিশ করেছে কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ ছাড়া একুশে বইমেলা আরো কিছুদিন পিছিয়ে দেওয়ার কথা বলেছেন কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা সংক্রমণের লাগাম টানতে বিধি-নিষেধ বাস্তবায়নে সরকারকে কভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে আরো কঠোর হওয়ার সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ‘শুধু নির্দেশনা দিলেই হবে না, এটার বাস্তব প্রয়োগও দরকার। গণপরিবহনে অর্ধেক যাত্রী, সবাই মাস্ক পরবে, অফিস-আদালত অর্ধেক জনবল দিয়ে চলার কথা বলা হয়েছে। এগুলো ভালোভাবে হচ্ছে। কিন্তু বাণিজ্য মেলা চলছে, যা খোলা রাখা উচিত না। এখন এইগুলোর যদি বাস্তব প্রয়োগ না হয়, তাহলে ভালো ফলাফল আসবে না। এ জন্য আমরা বলেছি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ‘

অধ্যাপক সহিদুল্লা বলেন, ‘করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কমিটি সব সময়ই বড় ধরনের জনসমাগম বন্ধের পরামর্শ দিয়ে এসেছে। এর মধ্যে সবই পড়ে। আমরা যেকোনো ধরনের সভা-সমাবেশ, জনসমাগম বন্ধের সুপারিশ আগে থেকেই করে আসছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাণিজ্য মেলা বন্ধ করে দেওয়া, বইমেলাটা আরো কিছুদিন পিছিয়ে দেওয়া উচিত। ‘

তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ তো একসময় কমবেই। এভাবে করলে আমরা করোনাভাইরাস মোকাবেলায় ভালো করব। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও একই মত পোষণ করছেন। ‘

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার (২৪ জানুয়ারি) থেকে অর্ধেক জনবল নিয়ে সরকারি-বেসরকারি অফিস চালানোর নির্দেশনাসহ রবিবার (২৩ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply