Saturday , 27 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ
--সংগৃহীত ছবি

বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ

অনলাইন ডেস্ক:

মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পুলিশ মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কয়েকজন সদস্য মুক্তিযুদ্ধকালীন তাঁদের দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণা করেন।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আমি গর্ববোধ করি যে, আমার অগ্রজরা রাজারবাগের এই পুণ্যভূমি থেকে প্রথম প্রতিরোধ বুলেটটি ছুড়েছিলেন। তাঁরা আত্মত্যাগ করেছিলেন বলেই আজ আমি ঢাকা মহানগর পুলিশ কমিশনার।’

About Syed Enamul Huq

Leave a Reply