Saturday , 27 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু।। জেলায় নতুন ২৪৪ শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু।। জেলায় নতুন ২৪৪ শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় সংক্রমণের হার ৪৭.০১% ছাড়িয়েছে।

যার মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় নবীনগর উপজেলায় একজন পুরুষ (৭৫) ও আশুগঞ্জ উপজেলায় রোগীর নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় একজন মহিলা (৬০) মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৯৮ জন সহ জেলায় নতুন ২৪৪ জন শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৭১৫৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৪৩০৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৫১৯ টি রিপোর্টে নতুন আরও ২৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৯৮ জন, কসবা উপজেলায় ৪৬ জন, সরাইল উপজেলায় ০৭ জন, আশুগঞ্জ উপজেলায় ১৮ জন, নাসিরনগর উপজেলায় ০৬ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ৫২ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৭১৫৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৮১১ জন, নাসিরনগর উপজেলায় ১৯৩ জন, সরাইল উপজেলায় ৩৫০ জন, আশুগঞ্জ উপজেলায় ৬৮০ জন, বিজয়নগর উপজেলায় ১৯৫ জন, নবীনগর উপজেলায় ৫২ জন, আখাউড়া উপজেলায় ৩৯৩ জন, কসবা উপজেলায় ৯২৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৪৭৬ জন।

সর্বশেষ জেলায় ৪৩০৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৮৩৬ জন, আখাউড়া উপজেলায় ২৯৫ জন, বিজয়নগর উপজেলায় ১৪২ জন, নাসিরনগর উপজেলায় ১৪৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৬৪ জন, নবীনগর উপজেলায় ৫৩০ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪১৩ জন ও কসবা উপজেলায় ৪৫০ জন।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৯২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৮ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৯ জন, সরাইল উপজেলায় ০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ১২ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭১৫৫ জন আক্রান্তের মধ্যে ৪৩০৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭৫৭ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ২৭০৪ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৫৩ জন রোগী।

এখন পর্যন্ত জেলায় ৪৬৯৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৬৯০৪ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৭১৫৫ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply