Friday , 10 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৬৬ জন শনাক্ত।। নতুন মৃত্যু ১।।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ২৫ জনসহ জেলায় ৬৬ জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। 
এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৩৪৭৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ২৯১৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। 
সর্বশেষ জেলায় ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৪৪৩ টি রিপোর্টে নতুন আরও ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৪ জন, কসবা উপজেলায় ১২ জন, নবীনগর উপজেলায় ০৯ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আখাউড়া উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ১০ জন ও বিজয়নগর উপজেলায় ০১ জন ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।। নতুন সদর উপজেলায় ০১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। নতুন ৩৪ জন সুস্থ হয়েছে। 
সর্বশেষ জেলায় ৩৪৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৪৯৮ জন, আখাউড়া উপজেলায় ২৬৫১ জন, বিজয়নগর উপজেলায় ৯৮ জন, নাসিরনগর উপজেলায় ১১৭ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২১৪ জন, নবীনগর উপজেলায় ৪৮০ জন, সরাইল উপজেলায় ১৭৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৩০৬ জন ও কসবা উপজেলায় ৩৩৭ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ২৩১৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১২০০ জন, আখাউড়া উপজেলায় ২২০ জন, বিজয়নগর উপজেলায় ১০০ জন, নাসিরনগর উপজেলায় ১২১ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৮১ জন, নবীনগর উপজেলায় ৪২৮ জন, সরাইল উপজেলায় ১২৭ জন, আশুগঞ্জ উপজেলায় ২৫৬ জন ও কসবা উপজেলায় ২৮১ জন সুস্থ হয়েছে।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৯ জন, আখাউড়া উপজেলায় ১১ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ১২ জন, সরাইল উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন হয়েছে ৮১৬৮৪ জন। এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৬৭৫৯৫ জন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩৪৭৯ জন আক্রান্তের মধ্যে ২৯১৬ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫০৭ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৪৯৭ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ১৬ জন রোগী।
এখন পর্যন্ত জেলায় ২৮৮২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ২৮৬২৯ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৩৪৭৯ জন আক্রান্ত হয়েছে৷ 

About Syed Enamul Huq

Leave a Reply