Friday , 3 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়া ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ছাদের ওপর বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাইনুদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাইনুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়িয়া এলাকার ৩ং ওয়ার্ডের আলামীন মিয়ার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছাদের ওপর ঘুড়ি উড়ানোর সময় মাইনুদ্দিনের ঘুড়িটি গাছের সঙ্গে আটকে যায়। পরে গাছ থেকে ঘুড়ি পাড়তে গেলে বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাইনুদ্দিন।

পরিবারের লোকেরা আহত অবস্থায় মাইনুদ্দিনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাইনুদ্দিন মারা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিনের হা-পা পুড়ে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় ছেলেটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। যার কারনে শিশুটি মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, হাসপাতালে সূত্রে জানতে পারি, মাইনুদ্দিন নামের একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবার থেকে এখনো কোন অভিযোগ পায়নি।

About Syed Enamul Huq

Leave a Reply