Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার সিলেট-কুমিল্লা মহাসড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৩৫) নামের একজন বাউলশিল্পী ও গীতিকার নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৩ জন আহত হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ঢাকা জেলার কচুখেত এলাকার।

আহতরা হলেন, আখাউড়া তারাগঞ্জের সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকা কচুখেতের সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন (৩৭) এবং নবীনগর রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)।

এব্যাপারে আহত সংগীতশিল্পী আলামিন মিয়া জানান, প্রতিবছরের মত আজকেও আখাউড়া মুগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরষশরীফ ছিল। তারা চারজন শিল্পী শহীদ ফকিরের ওরষে যাওয়ার পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় জামাল নামে এক বাউলশিল্পী নিহত হয়েছে।

এদিকে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হোসেন জানান, জামাল হোসেন নামের একজন বাউলশিল্পী নিহত হয়েছে। সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দিয়েছি। গুরুতর আহত সিএনজি চালক সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে। আহতদের উদ্ধারের পর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply