Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ০৬ জন জেলায় নতুন ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ২৯.১৭% ছাড়িয়েছে।

এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১২৭৮০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ১১৮৬৬ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ১৮১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার (২৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৫টার দিকে সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার বিকেলের সিভিল সার্জন ফেসবুক পেইজের তথ্যমতে জেলায় ৭২ জনের রিপোর্টের মধ্যে নতুন ২১ করোনায় আক্রান্ত শনাক্ত হয়। যার মধ্যে সদর উপজেলায় ০৬ জন, নাসিরনগর উপজেলায় ০২, সরাইল উপজেলায় ০২ জন, আশুগঞ্জ উপজেলায় ০৭ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন ও আখাউড়া উপজেলায় ০২ জন।

সর্বশেষ জেলায় ১২৭৮০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৮৬৫ জন, নাসিরনগর উপজেলায় ৩৫৫ জন, সরাইল উপজেলায় ৭৩৪ জন, আশুগঞ্জ উপজেলায় ১২৩১ জন, বিজয়নগর উপজেলায় ৩৭৬ জন, নবীনগর উপজেলায় ১৮৮৮ জন, আখাউড়া উপজেলায় ৬২৪ জন, কসবা উপজেলায় ১৮৫৮ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৮৪৯ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নতুন ১০ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ০৪ জন, সরাইল উপজেলায় ০৬ জন।

সর্বশেষ জেলায় ১১৮৬৬ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৫৪৯ জন, নাসিরনগর উপজেলায় ৩৩৬ জন, সরাইল উপজেলায় ৬৩২ জন, আশুগঞ্জ উপজেলায় ৯৯৯ জন, বিজয়নগর উপজেলায় ৩৬২ জন, নবীনগর উপজেলায় ১৭৯৭ জন, আখাউড়া উপজেলায় ৫৭৯ জন, কসবা উপজেলায় ১৭৯৪ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৮১৮ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১৮১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৬ জন, নাসিরনগর উপজেলায় ৫ জন, সরাইল উপজেলায় ২৪ জন, আশুগঞ্জ উপজেলায় ২০ জন, বিজয়নগর উপজেলায় ৬জন, নবীনগর উপজেলায় ৪৭ জন, আখাউড়া উপজেলায় ২০ জন, কসবা উপজেলায় ৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১২৭৮০ জনের আক্রান্তের মধ্যে ১১৮৬৬ জন সুস্থ হয়েছেন। জেলা সদর হাসপাতালের আইসোলেশনে সেন্টারে ৮ জন চিকিৎসা নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭৯০৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে ৭৯০৮৮ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১২৭৮০ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply