Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত
--প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ২০ জন সহ জেলায় নতুন ৩৭ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। জেলায় সংক্রমণের হার ১৬.৬৭% ছাড়িয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ১১৯৫৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৮৪৮৩ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ১৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবের ২২২ টি রিপোর্টে নতুন ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২০ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন, সরাইল উপজেলায় ০২ জন, বিজয়নগর উপজেলায় ০১ জন, নবীনগর উপজেলায় ০৮ জন, কসবা উপজেলায় ০৪ জন ও বাঞ্ছারামপুর  উপজেলায় ০১ জন শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ১১৯৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৪৪২৪ জন, নাসিরনগর উপজেলায় ৩৩৫ জন, সরাইল উপজেলায় ৬৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ১১৫০ জন, বিজয়নগর উপজেলায় ৩৪৯ জন, নবীনগর উপজেলায় ১৮২৭ জন, আখাউড়া উপজেলায় ৫৯০ জন, কসবা উপজেলায় ১৭৭৮ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৮৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় জেলায় ৩৭ জন সুস্থ হয়েছে। যার মধ্যে বিজয়নগর উপজেলায় ০৫ জন ও আখাউড়া উপজেলায় ৩৩ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

এখন পর্যন্ত জেলায় ৮৪৮৩ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২৭৫৬ জন, নাসিরনগর উপজেলায় ২৯০ জন, সরাইল উপজেলায় ৪৫৬ জন, আশুগঞ্জ উপজেলায় ৭৯৪ জন, বিজয়নগর উপজেলায় ২৯৮ জন, নবীনগর উপজেলায় ১৪৩২ জন, আখাউড়া উপজেলায় ৪৯৫ জন, কসবা উপজেলায় ১৩৫২ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৬১৪ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

এখন পর্যন্ত জেলায় ১৭৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ২১ জন, আশুগঞ্জ উপজেলায় ২০ জন, বিজয়নগর উপজেলায় ০৬ জন, নবীনগর উপজেলায় ৪৬ জন, আখাউড়া উপজেলায় ২০ জন, কসবা উপজেলায় ০৭ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১৯৫৫ জন করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ৮৪৮৩ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩২৯৮ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩২৮৯ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ০৯ জন রোগী।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য ২০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ২২২ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷

এখন পর্যন্ত জেলায় ৬৫৫৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৬৫৪০৯ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১১৯৫৫ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply