Saturday , 4 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ও গুজব রটনাকারীদের জন্য জবাবদিহি কাঠামো করা হবে : তথ্য প্রতিমন্ত্রী
--ফাইল ছবি

ভুল তথ্য ও গুজব রটনাকারীদের জন্য জবাবদিহি কাঠামো করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

ভুল তথ্য ও গুজব রটনাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে একটি কাঠামো তৈরির কথা বিবেচনা করছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শনিবার এ কথা জানান।

মোহাম্মদ আলী আরাফাত তাঁর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, ‘যারা বিভ্রান্তি ও গুজব ছড়ায়, তাদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, তার জন্য একটি কাঠামো তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। অপপ্রচার ঠেকাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার খুবই সতর্ক।

মোহাম্মদ আলী আরাফাত লিখেছেন, ‘দেশে বিদেশে অনেকের সাথে যোগাযোগ করেছি কাজের বিষয় নিয়ে আলাপ করতে। আমার অনেকগুলো স্বাধীন দল আছে, তাঁদেরকেও বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়েছি। এগুলো সমন্বয় করাও সময় সাপেক্ষ।

অসংখ্য ফোন কল পাওয়ার কথাও উল্লেখ করেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি আরো লিখেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে পেশাদার ও স্বচ্ছ কাঠামো তৈরি করতে হবে, সেগুলো নিয়েও ভেবেছি।’

About Syed Enamul Huq

Leave a Reply