Thursday , 2 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভেজাল পন্য তৈরীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভেজাল পন্য তৈরীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঐতুবৃ কেমিক্যাল ওয়ার্কসে ২ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমান বিশাক্ত ভেজাল কাঁচামাল ধ্বংস 

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ায় ঐতৃব্য কেমিক্যাল বিষাক্ত ক্যামিকেল ব্যাবহার করে কসমেটিক্স তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ কাঁচামাল ধ্বংস করা হয়েছে। গতকাল ১৩ মার্চ রবিবার সন্ধ্যার দিকে শহরের মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতৃব্য ক্যামিকেল ওয়ার্কস ফ্যাক্টরিতে  অভিযান পরিচালনা করে  জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান। কারখানাটির কার্যক্রম ল্যাবের ব্যাবস্থা না থাকা,দক্ষ কেমিস্ট না থাকা , মান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকা , প্রস্তুতকৃত প্রসাধনী নকল প্রমাণিত হওয়া , মিথ্যা বিজ্ঞাপন দেওয়া,মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অবৈধ প্রক্রিয়ায় বিভিন্ন প্রসাধনী তৈরি করার অভিযোগে ঐতৃব্য কেমিক্যাল এর মালিক  মোঃ ফজলে করিম খোকা ও তার পুত্র মোঃ মাসুদ পারভেজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৩  নং ধারায় নগদ ২ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং নকল প্রসাধনী  প্রস্তুতকারক বিভিন্ন কাঁচামাল আগুনে পুড়িয়ে ধংস করা হয় এবং বিভিন্ন রাসায়নিক মেডিসিন ও নকল ফেসওয়াসের বেশ কয়েকটি ড্রাম ভর্তি রসায়নিক কাচামাল ড্রেনে ফেলে দেয়া হয়। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলএন, এই সব নকল পন্য ঢাকার পাইকারি মার্কেট থেকে এনে কৌটা করে চালানো হয়, এগুলো ব্যাবহার করলে ত্বকের বিভিন্ন রকম ক্ষতি সহ ক্যান্সার ও হতে পারে।২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং গোডাউনে থাকা ড্রাম ভর্তি নকল ক্রীম ধংস করা হয়েছে। এ ছাড়াও ঐতৃব্য ক্যামিকেলের মালিক ফজলে করিম খোকা ও তার ছেলে মাসুদ ভবিষ্যতে এমন নকল প্রসাধনী প্রস্তুত করবেনা বলে লিখিত মুসলেকা দেন।

About Syed Enamul Huq

Leave a Reply