Tuesday , 30 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মধুখালীতে পৌরনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই এর আভাস

মধুখালীতে পৌরনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই এর আভাস

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

আগামী ১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফরিদপুর জেলার মধুখালী পৌরসভা নির্বাচন।  এ  পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৯,৯৯২জন। পুরুষ  ভোটার সংখ্যা ৯,৯০৩ জন , মহিলা  ভোটার সংখ্যা ১০,০৮৯ জন। পৌর নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহত্তম দুটি দল ইতিমধ্যেই তাদের দলীয় মনোনয়ন প্রদান করেছে। আওয়ামী লীগ হতে মনোনয়ন দিয়েছে,বর্তমান সফল মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন( নৌকা), বিএনপি থেকে মনোনয়ন দিয়েছে, সাবেক  চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ সতেজ (ধানের শীষ)।আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মির্জা মিলন দলীয় সিদ্ধান্ত মেনে নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে লিমন।তবে এলাকাবাসি দাবি করেন নির্বাচন হবে হাড্ডাহাড্ডি।
নির্বাচনে জয়ের ব্যাপারে সরকারদলীয় প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন বলেন, বিগত দিনে মেয়র ছিলাম।জনগনের জন্যে কাজ করেছি।সেই কাজের মুল্যায়ন করতে জনগণ ভুল করবেনা।আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
বি,এন,পি দলীয় প্রার্থী সতেজ বলেন,নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
ব্যানার,পোস্টার,লিফলেটে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।নির্বাচনী  আমেজে ভাসছে ভোটাররা।পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। দিনরাত ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে,  করছে ভোট প্রার্থনা ,দিচ্ছে নানান ধরনের প্রতিশ্রুতি। এবার ই  প্রথম মধুখালীতে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে ইভিএম পদ্ধতি সম্বন্ধে ভোটারদের কোন ধারণা না থাকায় ভোটাররা ভুগছে নানান দুশ্চিন্তায়। প্রশাসন সর্বক্ষণ মনিটরিং করছে নির্বাচনী এলাকা।এক সাক্ষাৎকারে মধুখালি থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম  বলেন,  আশাকরি  নির্বাচন  সুষ্ঠু,  নিরপেক্ষ এবং শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।  ভোটারদের কাছে  আমার আহ্বান, আপনারা  সকলেই আইন-শৃঙ্খলা বজায় রেখে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন,কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে আমাকে ফোন দিবেন আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব।  পাশাপাশি  পৌরবাসীর প্রত্যাশা উপজেলা নির্বাচন কমিশনার সুষ্ঠু এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দিবে।

About Syed Enamul Huq

Leave a Reply